নড়াইলে মাদকদ্রব্য সেবন ও সামাজিক বিশৃঙ্খলার কারনে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নড়াইল জেলা লোহাগড়া উপজেলাতে তিনজন মাদক সেবন ও সামাজিক বিশৃঙ্খলার অপরাধে মাদক অভিযানে গ্রেফতার করে ১৭আগষ্ট ২০২২ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয় উদ্যোগে লোহাগড়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযানে মাদকদ্রব্য সেবন ও সেবন করে এলাকায় সামাজিক বিশৃংখলা সৃষ্টির অপরাধে ০৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে।
মোবাইল কোর্টে তিনকে পৃথকভাবে বিচারের আওয়াধীন এনে ৩০দিনের জন্য ২জনকে কারাদণ্ড দিয়েছেন এবং ১৫দিনের জন্য ০১জনকে কারাদণ্ড প্রদান করেন।
আসামীদের নাম-০১|রমজান আলী (১৯),গোপীনাথপুর, লোহাগড়া, নড়াইল„২|মোঃ সুজন(২৪),গোপীনাথপুর,লোহাগড়া, নড়াইল„৩|মোঃ সাকিব শেখ (১৯),লক্ষীপাশা,লোহাগড়া, নড়াইল।
এবিষয় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় নড়াইল,অপরাধীদেরকে জেলাখানায় হস্তান্তর করেন।