নড়াইলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার আর বি এফ এম ভবানীপুর বিদ্যালয়ের স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ।
শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের আয়োজনে এবং রেড ক্রিসেন্টের সহযোগিতায় সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প চলবে।
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সভাপতি ডাঃ শরীফ শামীম আতিকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. সুবাস চন্দ্র বোস,সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার,পৌর মেয়র আঞ্জুমান আরা,জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর,ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজীব মোল্যাসহ আরও অনেকেই।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে মেডিসিন,শিশু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পনের শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেবেন।এ সময় বিনামূল্যে ওষুধও বিতরণ করা হবে।