নড়াইলে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৪তম
প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নড়াইলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার(১সেপ্টেম্বর-২০২২ইং)শহরের আলাদাতপুর এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়াইল পৌর বিএনপির আহবায়ক মোঃ আজিজার রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, উপদেষ্টা সুকেশ সাহা আনন্দ,সৈয়দ ফারুক আশিক, বিএনপি নেতা টিপু সলতান,মহিলাদল নেত্রী লোহাগড়া পৌর কাউন্সিলর খালেদা আকতার,জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সহসাধারণ সম্পাদক আহাদুজ্জামান বাটু, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব,সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পদক রিয়াজুল ইসলাম রিয়াজ,জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস,যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী তায়জুল হাসান প্রমূখ।
বক্তারা বলেন,বিএনপির আন্দোলন সংগ্রাম বেগবান করতে হবে।আওয়ামীলীগ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না।এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।