নড়াইলে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।দিনটি পালন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা এলাকার ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সাদিয়া ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান,স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বিশ্বাস প্রমূখ।দিনটি পালন উপলক্ষে জেলা শিশু একাডেমী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ ফকরুল হাসান।জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার,জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা।
এছাড়া দুপুর দেড়টায় নড়াইল পৌরসভার আয়োজনে কেক কাটা হয়।কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, পৌরসভার সচিব মোঃ ওহাবুল আলম,পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক,মোঃ রেজাউল বিশ্বাস,জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাইম ভূঁইয়া,সাধারন সম্পাদক স্বপ্নীল শিকদার নীল,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল প্রমূখ।