নড়াইলে দুর্বৃত্তেররা দিলো মাছের ঘেরে বিষ সর্বশান্ত ঘের মালিক ১০থেকে ১১লক্ষ টাকার ক্ষতি!
নড়াইলের সদর থানার আগড়হাটি গ্রামে মৎস্য ঘেরে দুর্বৃত্তের দেওয়া বিষে সর্বশান্ত হয়েছে ঘের ব্যবসায়ী মিজান খান।এ ঘটনায় অন্তত ১০/১১লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনগত রাতে যে কোন সময় ওই ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা। মিজান খান লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে।
মৎস্য ঘেরে অবস্থানরত ঘের মালিকের বাবা জাহাঙ্গীর খান জানান,দীর্ঘ ৪ বছর যাবত প্রায় ৪৫ একর জমিতে তাদের ৩টি ঘের রয়েছে। যে ঘেরটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি ১০ একরের। প্রতিবছর প্রায় ৪০/৫০লক্ষ টাকা আয় করেন ঘের থেকে। গতকাল সন্ধায় তিনি মাছের ঘেরে খাবার দিয়ে শুয়ে পড়েন এবং সকাল ৮টার দিকে গিয়ে দেখেন চিংড়ি ও সাদা মাছগুলো মরে ভেসে উঠেছে।তার ধারনা দুর্বৃত্তের দেওয়া বিষে মাছ গুলোর মৃত্যু হয়েছে।তিনি আরো জানান,আমি বিদেশী মানুষ, অনেকেই চায়না আমি এখানে ব্যবসা করি।তাই কে বা কারা আমার ক্ষতিসাধন করেছে জানিনা।
এ দিকে ঘের মালিকের বড় ভাই আনিচ খান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০