নড়াইলে ডাকাতদল স্বর্ণ অলংকারসহ নগদ টাকার ক্ষতিগ্রস্থ শিক্ষক পরিবার।নড়াইল জেলা লোহাগড়া উপজেলা ৮নং দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া পূর্বপাড় সাবেক শিক্ষক মুন্সি বদিউজ্জামান ওরফে(দুলু মুন্সী)পিতা-মুন্সি নজির উদ্দিন তার নিজ বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে,২অক্টোবর-২০২২ইং রোজ রবিবার আনুমানিক রাতের শেষ প্রহরের দিকে মুখোশধারী লোক বাহিরের লোহার গেটের তালা ভেঙ্গে ৫জন ডাকাত সদস্যরা পাইবগানসহ দেশীয় রামদা,ছ্যানদা,ছুরি,ভয় দেখিয়ে দুলু মুন্সীসহ তার পরিবারের সদস্যদের রশি দিয়ে বেধেঁ রাখে,তার ঘরের থেকে ১০ভরি স্বর্ণ অলংকার ও নগদ ৫০হাজার টাকা ডাকাতদল নিয়ে যায়,তবে ঘরের গেটের তালা ভেঙ্গে নিয়ে যায় কেননা তালার কোন সন্ধান মেলে নাই।
এই ডাকাতের ঘটনার সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ নাসির উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি পরিদর্শন করেন।তিনি বলেন ঘটনার তদন্ত চলছে এখনও কোন লিখিত অভিযোগ পাই নাই তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।