মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়ায় ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে গৃহ-পরিচারিকার মর্জিনার মৃত্যু হয়েছে।২৪অক্টোবর সোমবার ঘুর্ণীঝড় সিত্রাং এর ভারী বর্ষণে গাছের ডাল ভেঙে পড়ে ওই গৃহ-পরিচারিকার মৃত্যু হয়েছে ৷
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলার বাসিন্দা এবং স্বামী পরিত্যাক্তা মর্জিনা বেগম(৩২)সে তার ছেলে জিহাদ(১১)কে নিয়ে দীর্ঘদিন যাবত লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের আব্দুল গফ্ফার বাড়িতে ভাড়া থাকতো এবং ওই গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে সংসার জীবন চালাতেন।অন্যান্য দিনের মতন সোমবার সকালে ভাড়া বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়।
পথিমধ্যে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের পল্লী সঞ্চয় ব্যাংকের অদুরে পৌঁছালে তখন মেহগনি গাছের ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে গুরুত্বর আহত হয় ৷
এসময়-স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন৷
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃনাসির উদ্দিন)বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে স্বজনরা এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
মোবাইল ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০