নড়াইলে গলাকেটে হত্যা করে স্ত্রীকে আগুনে পুড়িয়ে দিয়েছে স্বামী।নড়াইলের সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামে স্বামী তার -স্ত্রীকে গলাকেটে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্বজন সুত্রে জানা যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের এখলাচ সিকদারের মেয়ে আছিয়া বেগমের স্বামী একই গ্রামের লিটু শেখের ছেলে রনি শেখ।শুক্রবার দুপুরে রনি তার নিজ দালানে বন্ধু আব্বাসকে সাথে নিয়ে দালানের নির্জন কক্ষে স্ত্রী আছিয়া বেগমকে জবাই করে হত্যা করেছে।
আছিয়াকে হত্যা করে তার গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ঘাতক স্বামী ও তার বন্ধু আব্বাস।মৃত্যু নিশ্চিত করে উভায় দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।এসময় প্রতিবেশীরা দালানে ধোয়া দেখতে পেয়ে ডাক চিৎকার করে ৮/৯ জন দালানে ভিতরে ঢুকে আছিয়ার মরা দেহ দেখতে পায়।
এঘটনায় নড়াইল সদর থানা পুলিশ এসে মরাদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মরাদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অভিযুক্তের আটকের অভিযান চলমান আছে।
মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
মোবাইল ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৮৩০৩০