নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের মোঃ জুবায়ের হোসেন বিশ্বাসের ইট ভাটা থেকে অবৈধ অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নড়াইল ডিবি পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়,(৬ডিসেম্বর)জেলা গোয়েন্দা শাখার টিম কালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে জুবায়ের বিশ্বাসের এম বিসি ইটভাটা এলাকায় কতিপয় অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ডিবি টিম পৌছালে তাদের উপস্থিত টের পেয়ে মোঃ হৃদয় শেখ পিতা মোঃ জব্বার শেখ ও মোঃ হৃদয় শেখ পিতা মোঃ শরিফুল শেখ পালানোর চেষ্টা করেন।তখন তাদের আটক করে হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগের মধ্যে থেকে দেশীয় ওয়াটার গান,৩টি বন্ধুকের কার্তুজ উদ্ধার করেন।
এসব তথ্য জানান জেলা ডিবি পুলিশের(ওসি)মোঃ সাজেদুল ইসলাম।গ্রেপ্তারকীতোরা হলো খুলনা জেলার ফুলতলা থানার আব্দুল জব্বার শেখের ছেলে মো: হৃদয় শেখ এবং সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শরিফুল ইসলামের ছেলে হৃদয় হোসেন।নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা রক্ষায় Robust Policing কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,ডি এসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক,পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক(টি আই)কাজী হাসানুজ্জামান প্রমুখ।
মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
মোবাইল -০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০