নড়াইলে এনডিএম এর ১ম জেলা ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত
নড়াইল জেলা এনডিএম এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর (বুধবার) বিকাল সাড়ে তিনটাই শহরের অভিলাষ কমনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্টিত হয়, এ সম্মেলন উদ্বোধন করেন এনডিএম এর যুগ্ন-মহাসচিব মোঃ মোমিনুল আমিন। খুলনা বিভাগের যুগ্ন-সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে, ছাত্র আন্দোলন এর সদস্য সচিব শেখ ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিএম এর চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ। সম্মেলন বক্তা হিসাবে বক্তব্য দেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা। এছাড়া আরও বক্তব্য দেন খুলনা বিভাগীয় সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ন-সাংগঠনিক সম্পাদক ছাবেদুর রহমান জনি, নড়াইল জেলার পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ এনামুল হক প্রমূখ। এসময় এনডিএম এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সম্মেলন শেষে মোঃ দিদারুল ইসলামকে সভাপতি ও বুলবুল আহমেদকে সাধারণ সম্পাদক করে এক কমিটি ঘোষণা করেন এনডিএম এর কেন্দ্রীয় কমিটি।