নড়াইলে একগাজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
নড়াইল সদর থানাধীন মুলিয়া বাজারের পাশে আসামীর বসতঘরে অভিযানে এক গাঁজা ব্যবসায়ীর নিকট হতে ২৪০গ্রাম গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৫আগষ্ট-২০২২ইং রোজ বৃহস্পতিবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakarএর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে পরিদর্শক জনাব আব্দুস সালামসহ একটি দল বিকাল প্রায় ০৬ঃ০০ ঘটিকায় নড়াইল সদর থানাধীন মুলিয়া বাজারের পাশে আসামী সৌমিত্র(২৭)কে তাদের বসতঘরে অভিযানে ২৪০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীকে সদর থানায় মামলা দায়ের করা হয়।
আসামী-০১|সৌমিত্র বিশ্বাস(২৭)পিতাঃ-বিধান বিশ্বাস,মাতাঃ-মিনা বিশ্বাস,সাং-মুলিয়া,মুলিয়া বাজারের পার্শ্বে ইউনিয়ন পরিষদ,থানাঃ-সদর,জেলাঃ-নড়াইল।
পরিদর্শক জনাব আব্দুস সালাম বাদী হয়ে মামলা প্রদান পূর্বক আসামিকে জেলহাজতে প্রেরন করেন।