1. ezequielsreyes@gmail.com : admin :
  2. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
নড়াইলে ইউপি সদস্যের নেতৃত্বে ঘোড়ারগাড়ি চালককে পিটিয়ে জখমের অভিযোগ। - দুরান্ত টিভি
December 29, 2024, 12:51 pm
শিরোনাম :
নিয়ামতপুরে শিক্ষা সংস্কৃতি ও আদিবাসীদের অধিকার মুন্ডা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত সিলেট জেলা প্রেসক্লাবে খোলস পাল্টিয়ে প্যানেল গ্রুপের ছায়া তলে ঘর বাঁধার স্বপ্ন দেখছে আওয়ামী দোসররা! বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল অধিবেশন উপলক্ষ্যে মহাসম্মেলন নিয়ামতপুরে ৮ং বাহাদুরপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত নিয়ামতপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সিটি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শহীদদের শ্রদ্ধায় বোয়ালখালীতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ টঙ্গীতে বিজয় দিবস পালন ক‌রে‌ছে বিএন‌পির নেতাকর্মীরা মৌলভীবাজারে মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

নড়াইলে ইউপি সদস্যের নেতৃত্বে ঘোড়ারগাড়ি চালককে পিটিয়ে জখমের অভিযোগ।

মোঃ আবু তাহের-নড়াইল প্রতিনিধি।
  • সময়: Sunday, November 6, 2022,
  • 54 Time View

নড়াইলে  ইউপি সদস্য বাবনের নেতৃত্বে নূর মোল্যা (৬০)নামে এক ঘোড়ার গাড়ি চালককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে।

শনিবার ৫ নভেম্বর-২০২২ইং সন্ধ্যায় সদর উপজেলার চন্ডিবরপুর ভুমি অফিসের সামনে এ ঘটনাটি ঘটেছে।আহত নূর মোল্যা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।সে চন্ডিবরপুর গ্রামের গরিব হোসেন মোল্যার ছেলে।আহতের স্বজনেরা অভিযোগ করে জানান,দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ দুটি দলে বিভক্ত।একটি দলের নেতৃত্ব দেন বর্তমান মেম্বর বাবন শেখ এবং অন্য একটি দলের নেতৃত্ব দেন রহিম শেখ৷আহত নূর মোল্যা নিজে কোন দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত না থাকলেও তার ভাইয়েরা রহিম শেখ গ্রুপের সমর্থক হওয়ায় তার উপর ক্ষীপ্ত ছিল বাবন গ্রুপ৷এরই জের ধরে শনিবার সন্ধ্যায় পরিকল্পিতভাবে মেম্বর বাবনের নেতৃত্বে একই গ্রামের মোঃ মুক্তার,মোঃজাহাঙ্গীর,মোঃসাগর,মোঃলুলু,মোঃবুলু, মোঃবাঁধন,মোঃ ইমন,মোঃ মিঠু সহ তাদের সহযোগীরা অন্ধকারে নূরকে পিটিয়ে জখম করেছে।হাসপাতালের বেডে শুয়ে থাকা আহত নূর মোল্যা জানান,তিনি কোন দল করেন না।তবে তার ভাইয়েরা গ্রাম্য দলাদলির সাথে যুক্ত আছে। আর সেই কারণেই তার উপর এ হামলা।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ঘোড়ার গাড়ি চালিয়ে আসছিলেন তিনি।তখন তাকে মেম্বর বাবনের লোকজন মুক্তার,সত্তার,জাহাঙ্গীর,বাঁধন,মিঠুসহ তাদের সহযোগীরা অন্ধকারে লাঠিসোটা,হাতুড়ি, লোহার রড় দিয়ে পিটিয়ে জখম করেছেন।

এ দিকে অভিযুক্তদের বাড়িতে গিয়েও কাউকেই পাওয়া যায়নি।তবে মুঠোফোনে মেম্বর বাবন অভিযোগ অস্বীকার করেছেন৷তিনি জানান,ঘটনার আগে থেকেই তিনি এলাকার বাইরে আছেন।এ ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনায় এখনো কোন অভিযোগ পান নি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x