নড়াইলে ইউপি সদস্য বাবনের নেতৃত্বে নূর মোল্যা (৬০)নামে এক ঘোড়ার গাড়ি চালককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে।
শনিবার ৫ নভেম্বর-২০২২ইং সন্ধ্যায় সদর উপজেলার চন্ডিবরপুর ভুমি অফিসের সামনে এ ঘটনাটি ঘটেছে।আহত নূর মোল্যা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।সে চন্ডিবরপুর গ্রামের গরিব হোসেন মোল্যার ছেলে।আহতের স্বজনেরা অভিযোগ করে জানান,দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ দুটি দলে বিভক্ত।একটি দলের নেতৃত্ব দেন বর্তমান মেম্বর বাবন শেখ এবং অন্য একটি দলের নেতৃত্ব দেন রহিম শেখ৷আহত নূর মোল্যা নিজে কোন দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত না থাকলেও তার ভাইয়েরা রহিম শেখ গ্রুপের সমর্থক হওয়ায় তার উপর ক্ষীপ্ত ছিল বাবন গ্রুপ৷এরই জের ধরে শনিবার সন্ধ্যায় পরিকল্পিতভাবে মেম্বর বাবনের নেতৃত্বে একই গ্রামের মোঃ মুক্তার,মোঃজাহাঙ্গীর,মোঃসাগর,মোঃলুলু,মোঃবুলু, মোঃবাঁধন,মোঃ ইমন,মোঃ মিঠু সহ তাদের সহযোগীরা অন্ধকারে নূরকে পিটিয়ে জখম করেছে।হাসপাতালের বেডে শুয়ে থাকা আহত নূর মোল্যা জানান,তিনি কোন দল করেন না।তবে তার ভাইয়েরা গ্রাম্য দলাদলির সাথে যুক্ত আছে। আর সেই কারণেই তার উপর এ হামলা।
শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ঘোড়ার গাড়ি চালিয়ে আসছিলেন তিনি।তখন তাকে মেম্বর বাবনের লোকজন মুক্তার,সত্তার,জাহাঙ্গীর,বাঁধন,মিঠুসহ তাদের সহযোগীরা অন্ধকারে লাঠিসোটা,হাতুড়ি, লোহার রড় দিয়ে পিটিয়ে জখম করেছেন।
এ দিকে অভিযুক্তদের বাড়িতে গিয়েও কাউকেই পাওয়া যায়নি।তবে মুঠোফোনে মেম্বর বাবন অভিযোগ অস্বীকার করেছেন৷তিনি জানান,ঘটনার আগে থেকেই তিনি এলাকার বাইরে আছেন।এ ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনায় এখনো কোন অভিযোগ পান নি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে৷