1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. udNHj@pCcYxS.com : BEhQzFHNcv :
  3. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  4. HjEGZ@BQqb.com : oytpdaFZzj :
  5. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  6. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
October 29, 2025, 8:17 am
শিরোনাম :
নিয়ামতপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দিঘলিয়া বিএনপি সহ অঙ্গসংগঠন নিয়ে নির্বাচনীয় আলোচনা সভা অনুষ্ঠিত সৈয়দপুর ইউনিয়ন ছাত্রদলের ১১বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাপাহারে বাড়ি বাড়ি লিফলেট বিতরণে মোসাঃ ফরিদা বেগম নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত নড়াইল নড়াগাতী থানা কর্তৃক ১৫পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২জন নড়াইল ডিবি কর্তৃক ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১জন পাঁচবিবিতে দাড়িপাল্লার জয়ের বার্তা দিলেন ফজলুর রহমান সাঈদ নড়াইলে লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে দখলের বিল পাস

নড়াইলে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ফসলী জমি ভরাটের অভিযোগ।

মোঃ আজিজুর বিশ্বাস-স্টাফ রিপোর্টার।
  • সময়: Thursday, February 9, 2023,
  • 94 Time View

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রামের মোঃ সালাম শেখ ও তার ভাই রজব শেখ তাদের বাড়ির পাশের পুকুর থেকে অবৈধ ড্রেজার দিয়েন ভূগর্ভ থেকে বাল উত্তোলন করে ফসলী জমিতে বালু ভরাটের অভিযোগ উঠেছে।বুধবার ৮ফেব্রুয়ারি সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়,এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন সালাম মাস্টার, ও তার ভাই রজব শেখ মিলে তাদের নিচু জমি ভরাট করে বিক্রির জন্য সেখানে সাইনবোর্ডও জানিয়ে দিয়েছেন এবং দীর্ঘ এক কিলোমিটার রাস্তায় পাইপ টেনে নিয়ে ওই ফসলি জমি ভরাট করছে।যা আইনের পরিপন্থী।
বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০(২০১০ সনের ৬২)নং আইন।এই আইনের ৪ এর (খ) এ পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে সেতু, কালভার,ড্রাম,ব্যারেজ,সড়ক,এবং আবাসিক এলাকা হইতে সর্বনিম্ন ১কিলোমিটার নির্ধারিত সীমানার মধ্যে ভূগর্ভ থেকে বালু উত্তোলন করা যাবে না, আইনের(ঘ)এ উল্লেখ আছে বিদ্যুৎ লাইন এর কোনো ক্ষতির সম্ভাবনা থাকিলে সে ক্ষেত্রে ভূগর্ভ থেকে বালু উত্তোলন করা যাবে না।

মাননীয় প্রধানমন্ত্রী সুস্পর্শ নির্দেশনা দিয়েছেন কোন কৃষি জমি ভরাট করা যাবে না সেখানেও তারা এই আদেশ কে অমান্য করছে।কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা সরকারের আইনকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে প্রধানমন্ত্রীর আদেশ কে অমান্য করে তারা এহনও কাজ করছে।এবিষয়ে ট্রেজার মালিক গোপালগঞ্জের সাখায়েত এর সাথে কথা হলে সে জানাই টাকার বিনিময়ে তারা এই অবৈধ কাজ করছেন।এ ঘটনায় সালাম শেখ,এবং রজব শেখ এর সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায় নাই,এবিষয়ে লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি প্রদীপ্ত রায় দীপন এর সাথে কথা হলে তিনি সরোজমিনে গিয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
মোঃ ০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host