নড়াইলে বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইন প্রতারক গ্রুপের ৩সদস্য চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জনকারী অনলাইনে প্রতারনাসহ বিপুল পরিমাণ সীমকাড ও ডিভাইসসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ২৭অক্টোবর ২০২২ ইং রোজ বুধবারে ওসি ডিবি’র তত্ত্বাবধানে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের পণ্য মোটরসাইকেল,বেবি মোটরসাইকেল,মোবাইল ফোন ইত্যাদি বিক্রির নামে প্রতারণার অভিযোগে-৩ জনকে গ্রেফতার করেছে।
ডিবি পুলিশের এসআই(নি:)মঞ্জুর মোর্শেদ ও এসআই(নি:)আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনয়নের যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে অত্র গ্রামের মোঃ মাসুদ রানা তালুকদার এর স্ত্রী ১|মোসাঃ তানিয়া খাতুন (২২),মোঃ মান্নু তালুকদার এর স্ত্রী ২|মোসাঃ লিমা খাতুন(২০)কে অনলাইন প্রতারণার দায়ে আটক করে।গ্রেফতারের সময় তাদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের-৫টি মোবাইল ফোনসহ ২৭টি সিম কার্ড উদ্ধার করে।
এদিকে আরেকটি অভিযানে ডিবি পুলিশের এসআই(নি:)মঞ্জুর মোর্শেদ ও এসআই(নি:)আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনয়নের মহিষখোলা এলাকা হতে অত্র গ্রামের জনৈক মোঃ আছাদ শেখ এর ছেলে ৩|মোঃ বাবর আলি(২৬)কে অনলাইন প্রতারণার দায়ে গ্রেফতার করে,তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের-৫টি মোবাইল ফোনসহ ২১টি সিম কার্ড উদ্ধার করে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে India cycles shop bd – Tata Motor Bangladesh dealers নামে অনলাইন পেইজ খুলে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য বিক্রির নাম করে গ্রাহকদের নিকট থেকে দীর্ঘদিন যাবত অর্থ উপার্জন করে আসছে।তবে অনলাইনে ছবি ও বিজ্ঞাপন দেখে ক্রেতারা আকৃষ্ট হয়।তাদের কাছে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয়ের জন্য অর্ডার করতো।চক্রটি ক্রেতাদের নিকট থেকে অগ্রিম অর্থ নিয়ে কাষ্টমারদের সঙ্গে প্রতারনা করে আসছে।নড়াইল জেলাকে কলঙ্কিত করছে সেই হিসেবে পরিচিত প্রতারকদের মুখোশ উন্মেচন করা উচিত এবং দ্রুত এদের বিচারের কাঠগড়ায় এনে শাস্তির দাবি করেছেন নড়াইলবাসী।