নড়াইলের শিল্পী মিলু ঠাকুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের লক্ষীপাশা সঙ্গীত একাডেমীর সাধারন সম্পাদক শিল্পী মোঃ মিলু ঠাকুর হৃদ রোগে আক্রান্ত হয়ে ২৭সেপ্টেম্বর-২০২২ইং রোজ মঙ্গলবার দুপুরের দিকে খুলনা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন–ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। শিল্পী মিলু ঠাকুর বর্তমান লক্ষীপাশায় বসবাস করতেন।পূর্বে গ্রামের বাড়ি ছিলো ৮নং দিঘলিয়া ইউনিয়নের কোলা-দিঘলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।মিলু ঠাকুর অত্যান্ত ভদ্র,নরম কমল মনের মানুষ ছিলেন,তিনি ছিলেন সহজ প্রকৃতির লোক,ছিলো না কোন অহংকার, ছিলো না কোন হিংসা,কারোর সাথে ছিলো না দ্বন্দ্ব ফ্যাসাদ,শিল্পী জগতে তিনি সার্বক্ষনিক জড়িত ছিলেন।সকলের প্রিয় ও জনপ্রিয় মুখ ছিলেন।অনেকেই মিলু ঠাকুরের মৃত্যুর খবর জানার পর বিশ্বাস করতে পারছে না।প্রকৃতপক্ষে একজন ভালো মানুষকে সকলেই ভালোবাসে।তার মৃত্যুর সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন শুভাকাঙ্ক্ষীগন।
রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) লোহাগড়া উপজেলা শাখা”র পক্ষ হতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।আল্লাহপাক যেন তাকে বেহেশত নসীব করুক আমিন।