নড়াইল জেলার লোহাগড়া মধুমতি ৬ লেনের সেতু ১০অক্টোবর-২০২২রোজ সোমবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা উদ্বোধণের পর সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১৫ শত গাড়ি পার হয়েছে বলে জানা যায় এবং টোল আদায় হয়েছে ২লক্ষ২০ হাজার টাকার মতন।
দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত সোমবার ১০অক্টোবর দুপুরে মধুমতির নদীর পশ্চিমপাড়ে নির্মিত অস্থায়ী মঞ্চে নড়াইলের লোহাগড়ার মধুমতির ওপর ৬ লেনের মধুমতি সেতু উদ্ভোধণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা। মঙ্গলবারে সেতুতে গিয়ে দেখা মেলে, সেতুর উপর যানবাহনের কোন প্রকার যানজট নাই। দর্শনার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত পায়ে হেটে,বাইসাইকেল,ভ্যান ও মটরসাইকেল নিয়ে সেতু দেখার জন্য সেতুর উপর চলাফেরা করছে। তবে কিছু সেতু ভ্রমণকারীর সাথে কথা বলে জানা যায়, ৬ লেন বিশিষ্ট সেতুটির দ্বার খুললে হয়তো বা যানবাহনের অনেক ভীড় কমে যাবে ও যানজট হবে না তবে স্পর্টে গিয়ে দেখা যায় কোন গাড়ীর ও যানবাহনের যানজট নাই।
সকাল থেকে দর্শনার্থীরা পায়ে হেটে,বাইসাইকেল ও মটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি বা আনন্দে আত্মহারা হতে দেখা যায়।দশনার্থীগন সেতুর উপর দাড়িয়ে দৃশ্য উপভোগ করেন। গোপালগঞ্জের সড়ক ও জনপথের এস ডি ই ও ইন্জিনিয়ার কুমারেশ বলেন,গত সোমবার সকালে সেতু উদ্বোধনের পর সোমবার দিবাগত মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে গাড়ী পারাপার শুরু হয়।মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত ১৫ শত গাড়ী পারাপার হয়েছে।তবে টোল আদায় হয়েছে ২লক্ষ ২০হাজার টাকা।
এদিকে গোপালগঞ্জের সড়ক ও জনপদের উপ-প্রকৌশলী বলেন,মধুমতি ৬ লেন চালু হওয়ার পর থেকে কোন যানবাহনের যানজট নাই। খুব সুন্দর ও মনোরম পরিবেশে গাড়ী পারাপার হচ্ছে।নতুন অবস্থায় প্রথমে দর্শনার্থীদের ভীড় দেখা যাচ্ছে।
মধুমতির ৬ লেন সেতুটি দৌর্ঘ-৬৯০ মিটার এবং প্রস্থ ২৭.১০ মিটার।সর্বমোট ব্যয় হয়েছে ৯৫৯.৪৫ কোটি টাকা।
এ মধুমতির ৬ লেনের সেতু নির্মানের মাধ্যমে দক্ষিন- পশ্চিমাঞ্চলের অন্তত ১০টি জেলার মানুষের দীর্ঘদীনের দুর্ভোগ লাঘব হয়েছে। এ সেতুর পুর্বপাড়ে গোপালপঞ্জের কাশিয়ানী উপজেলা ও পশ্চিমপাড়ে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা।
নিউজ ডেস্ক রিপোর্ট।