নড়াইলের লোহাগড়া উপজেলার ইছাখালী এলাকার মধুমতি নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ০১অক্টোবর দুপুরে সাকিব(১৬)নামে ওই কিশোরের লাশ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।নিহত সাকিব গোপালগঞ্জের তেঁতুলিয়া গ্রামের আমিনুর মোল্লার ছেলে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সাকিব দীর্ঘদিন ধরে ইজিবাইকের ড্রাইভারি করে আসছিল।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইকারী চক্রের হাতে খুন হয়েছে সাকিব।
ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে লোহাগড়ার কামঠানা গ্রাম এলাকা থেকে।তবে ইজি বাইকের সাথে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নাসির উদ্দিন বলেন,যেহেতু নিহত শাকিবের বাড়ি গোপালগঞ্জ এলাকায় সেহেতু গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করে লাশ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।