নড়াইলের নয়নপুরে ৮বছর বয়সি এক নাবালিকা শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে,নড়াইল সদর উপজেলার ৫নং শাহাবাদ ইউনিয়নের নয়নপুর গ্রামের প্রিয়া নামে এক নাবালিকা শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে,নয়নপুর গ্রামের মৃত হাজারিলাল বিশ্বাসের পুত্র মিহির বিশ্বাস(৫০)এর বিরুদ্ধে।ধর্ষন চেষ্টার শিকার শিশু কন্যা নয়নপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের নাতনি।বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন,মিহির বিশ্বাস আমার ছোট্ট নাতনির সাথে যে অনৈতিক কর্মকান্ড ধর্ষন চেষ্টা চালিয়েছে আমি এর সুস্ট বিচার চাই,তিনি আরও বলেন আমি এই খবর শুনে গত শুক্রবার ৭ই অক্টোবর-২০২২ইং রাতে আমার গ্রামবাসিদের নিয়ে মিহিরের বাড়িতে গেলে মিহির সত্যতা স্বীকার করে আমার পা জড়িয়ে ধরে ক্ষমা চায়।পরে আবার ভোরের দিকে আমার বাড়িতে এসে পা জড়িয়ে ধরে ভুল স্বীকার করে ক্ষমা চায়।
স্থানীয় সুত্রে জানা যায়,গত ৭ই অক্টোবর আনুমানিক রাত নয়টার দিকে এ ধর্ষন চেষ্টার ঘটনা ঘটে।ভুক্তভোগী ওই শিশুর কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে সে বলেন,মিহির আমাকে বলে তাদের বাড়িতে যেতে আমি গেলে আমার সাথে খারাপ কাজ করার জন্য আমার প্যান্ট খুলতে বলে আমি না খুললে সে জোর করে আমার প্যান্ট খোলে,এসময় সুভাষ নামে একজন দেখে ফ্যালায় আমাকে ছেড়ে দেয়।
এবিষয়ে জানতে সুভাষকে খোজাখুজি করেও পাওয়া যায়নি।এদিকে নয়নপুর গ্রামের মৃত নারদ বিশ্বাসের ছেলে প্রদূৎ বিশ্বাস বলেন মিহির বিশ্বাস একজন দুষ্ট প্রকৃতির লোক সে এই ছোট্ট নাবালিকা শিশুকে ধর্ষন করার চেষ্টা চালিয়েছে।সে এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে আমরা তার উপযুক্ত বিচার চাই।
নয়নপুরের ইউপি মেম্বার জালাল আহম্মেদ বলেন-আমি এই ধর্ষন চেষ্টার ঘটনা শুনেছি তদন্ত পূর্বক মিহির দোষী হলে আমি তার উপযুক্ত বিচার চাই।অভিযুক্ত মিহির বিশ্বাসের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন,ওই মেয়েটি বিভিন্ন সময়ে আমার দোকানে আসে আমাকে দোকানের কাজে সহযোগিতা করে আমিও তাকে আমার মেয়ের মত দেখি।কিছু কুচক্রীমহল আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছে বলেও জানান।
উল্লেখ্য,মিহির বিশ্বাস আরো বলেন আমাকে চাপ প্রয়োগ করে ভয়ভীতি প্রদর্শন করতেছেন একই গ্রামের প্রদুৎ বিশ্বাস,জসিম,সুভাষ,শরিফুল ইসলামসহ ১০-১২জন গত শুক্রবার রাতে আমার কাছে ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করে।আমি দিতে না পারায় আমার স্ত্রীর একটা চেকের পাতায় জোর করে আমাকে দিয়ে সই করিয়ে নেয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহমুদুর রহমান বলেন ঘটনা শুনেছি,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার-আবু তাহের আলী-নড়াইল