নড়াইলের কুমড়ী গ্রামে এক অবুঝ শিশুর মৃত্যু।
মোঃ সাজ্জাদ আলম খান সজল-স্টাফ রিপোর্টার।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী গ্রামের মোঃ রিয়াজুল শেখ এর পুত্র সন্তান সালমান শেখ(২)বছর বয়সী শিশুটির মৃত্যু ঘটে,সূত্র জানা যায় যে ২৯সেপ্টেম্বর-২০২২ইং রোজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭ঃ৩০মিনিটের দিকে শিশুটি ঘর থেকে রিয়াজুল শেখ এর বাড়ির পাশে একটি পুকুরে শিশু সালমান পড়ে যায় এবং এই অবুঝটি পানিতে পড়ে ডুবে তার মৃত্যু ঘটে-ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন।
অবুঝ শিশু পুকুরে পড়ে মৃত্যুর ঘটনায় শিশুটির পিতা,মাতা,তার আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়ায় পরিনত হয়েছে।শিশুটির জন্য অনেকই দুঃখ প্রকাশ করেছে সেই সাথে আল্লাহর নিকট প্রার্থনা করেছে শিশুটিকে জান্নতুল ফেরদাউস নসীব করুক আমিন।
বিঃদ্রঃ-প্রত্যেক শিশুর প্রতি পিতা মাতার নজর রাখা উচিত?
এরকম যেন আর কোন শিশু সালমানের মত অবুঝকালে পুকুরে অথবা রোড দুর্ঘটনার স্বীকার না হতে হয়।
দুরান্ত টিভি ২৪ ডট কম-durantotv24.com
সত্য প্রকাশের প্রতীক”দুরান্ত-টিভি
নিত্য নতুন নিউজ প্রকাশিত হয়,ভিডিও নিউজ দেখুন ইউটুব চ্যানেলে–Channel Duranto
দুরান্তের গতি নিয়ে চলছে দুরান্ত টিভি,সত্য সন্ধ্যানের প্রতীক।