নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নজির সারেং জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়-৬ নভেম্বর রবিবার রাতে বিশিষ্ট সমাজসেবক,সায়েদুল হক ভূঁইয়ার সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি ছিলেন,চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু।বিশিষ্ট সমাজ সেবক মোঃ মহিউদ্দিনের পরিচালনায়,মরহুম নুরুল ইসলাম ভাইস চেয়ারম্যানের ছেলে মোঃ স্বপনের সার্বিক তত্ত্বাবধানে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব,জাতীয় পুরুস্কারপ্রাপ্ত ক্বারী, আব্দুল মান্নান,বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, চরজব্বর ডিগ্রি কলেজের প্রভাষক,মাওলানা আবু তাহের,অত্র মসজিদের খতিব,মাওলানা জাহের হোসাইন প্রমুখ।তবারক বিতরণ,দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।