1. ezequielsreyes@gmail.com : admin :
  2. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
নোয়াখালী সুপার মার্কেট নির্বাচনে প্রচারণায় এগিয়ে ইকরাম-ইসমাইল পরিষদ। - দুরান্ত টিভি
January 2, 2025, 3:13 am
শিরোনাম :
নওগাঁর নিয়ামতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ছালেক চৌধুরী নিয়ামতপুরে শিক্ষা সংস্কৃতি ও আদিবাসীদের অধিকার মুন্ডা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত সিলেট জেলা প্রেসক্লাবে খোলস পাল্টিয়ে প্যানেল গ্রুপের ছায়া তলে ঘর বাঁধার স্বপ্ন দেখছে আওয়ামী দোসররা! বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল অধিবেশন উপলক্ষ্যে মহাসম্মেলন নিয়ামতপুরে ৮ং বাহাদুরপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত নিয়ামতপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সিটি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শহীদদের শ্রদ্ধায় বোয়ালখালীতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ টঙ্গীতে বিজয় দিবস পালন ক‌রে‌ছে বিএন‌পির নেতাকর্মীরা মৌলভীবাজারে মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক

নোয়াখালী সুপার মার্কেট নির্বাচনে প্রচারণায় এগিয়ে ইকরাম-ইসমাইল পরিষদ।

আহসান হাবীব স্টাফ রিপোর্টার।
  • সময়: Sunday, November 6, 2022,
  • 52 Time View

আগামী ১২ নভেম্বর দেশের তৃতীয় বৃহৎ শপিংমল নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে প্রচারণা এখন তুঙ্গে। নির্বাচনে ৯টি পদের জন্য ২টি প্যানেল প্রতিদ্বন্ধিতা করছে।

এরমধ্যে রয়েছেন তিনবারের সাবেক সাধারণ সম্পাদক ইকরাম উল্লা(ডিপটি)ও বর্তমান সাধারণ সম্পাদক মো. ইসমাইল পরি।অপর প্যানেল হচ্ছে, কে এম সাইফ উদ্দিন সোহান ও সিরাজুল ইসলাম রায়হান প্যানেল।

সমিতির ভোটার সংখ্যা ৫৪৬ জন। সর্বাধিক সুবিধা সম্পন্ন নোয়াখালী সুপার মার্কেটের পরিচিতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও প্রসার লাভ করছে। ২০১৭ সালে এটি চালু হওয়ার পর পাশের জেলাসমূহ থেকেও ক্রেতারা এখানে কেনাকাটা করেন।জেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নোয়াখালী সুপার মার্কেটে ক্রেতা সাধারণের পদচারনায় সব সময় মুখর থাকে।

উল্লেখ্য,নোয়াখালী সুপার মার্কেট বাস্তবায়নে বিভিন্ন সময়কার পরিচালনা কমিটি হাড়ভাঙা পরিশ্রম করেন।পরিচালনা কমিটির দীর্ঘদিনের শ্রম ঘামের ফসল নোয়াখালী সুপার মার্কেট।এর মধ্যে সমিতির কয়েকজন সদস্য ইন্তেকাল করায় তারা চূড়ান্ত সফলতা দেখে যেতে পারেন নাই।

নোয়াখালী সুপার মার্কেটের প্রায় একাধিক ভোটারের সাথে আলাপ করে জানা গেছে, তারা যোগ্য প্যানেলকে ভোট প্রদান করবে।বিশেষ করে বিশাল শপিং মল নির্মাণসহ বিভিন্ন সময় যাদের নিরলস শ্রমঘাম রয়েছে তাদেরকে প্রাধান্য দেয়া হবে,২০১৭ সালে নোয়াখালী সুপার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।তখন এর সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে আলহাজ বদিউল আলম ও ইকরাম উল্লা (ডিপটি)।

উল্লেখ্য যে, ইকরাম,ইসমাইল তাদের হাত ধরে বিশাল কমপ্লেক্সেও বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়। ইকরাম উল্লা (ডিপটি)এবার সভাপতি প্রার্থী।এ পরিষদে বর্তমান সাধারণ সম্পাদক মো.ইসমাইল সাধারণ সম্পাদক প্রার্থী।

অপর প্যানেলে সভাপতি প্রার্থী এ কে এম ছায়েফ উদ্দিন সোহান,তিনি নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলাম রায়হান একজন ব্যবসায়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x