নোয়াখালী জেলার একটি নিখোঁজ সংবাদ।
ইসরাত জাহান নামের এ শিশুটি বেলা ১ঃ৩০ মিনিটের সময় সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের গোবিন্দপুর হানিফের দোকানের সামনে থেকে হারিয়ে গেছে।. মেয়েটির পরনে ছিল লাল ফ্রগ।মেয়েটির বয়স ৪ বছর। যদি কোন স্বহৃয়বান ব্যাক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন।এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছেঃ০১৬৪৪৮৪৯৭২৯
আমিশাপাড়া,সোনাইমুড়ী, নোয়াখালী।
নিখোঁজ ইসরাত জাহান ইউনিয়নের বারাহীনগর গ্রামের মেহের আলী গাছি বাড়ির প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে।
চারদিকে খোঁজা খোঁজির পরেও না পেয়ে শিশুটির পরিবার সোনাইমুড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি মেয়েটিকে পেয়ে থাকেন তাহলে এই নম্বরে 01683047847 শামসুল আলম, 01830038130 আব্দুল বাসির
রিপোর্টারের নামঃ— মোঃ গোলাম মাওলা সাকিব