আহসান হাবিব-স্টাফ রিপোর্টার।
নোয়াখালী সুবর্ণচরে ইসমাইলিয়া আলিম প্রস্তাবিত ফাযিল (ডিগ্রি)মাদ্রাসার ফাযিল(ডিগ্রি)বাস্তবায়ন কমিটি গঠন, ফাযিল শাখার নবাগত শিক্ষার্থীদের মাঝে কিতাব বিতরণ ও নতুন ছবক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮অক্টোবর)সকালে পূর্ব চরবাটা ইউনিয়নের ইসমাইলিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক মো.নিজাম উদ্দিনের সঞ্চালনায় অধ্যক্ষ মুহাম্মদ নরুল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জর্জকোর্টের সিনিয়র আইনজীবী এ.বি.এম জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ কামাল উদ্দিন,উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী,সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব রেজাউর রহমান,পূর্ব চরবাটার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু।
এছাড়াও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ার সাংবাদিকগণ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ,শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ প্রাক্তণ ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সব শেষে ছবক অনুষ্ঠান পরিচালনা করেন রাব্বানিয়া ফাযিল(ডিগ্রি)মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রহমান এবং মুনাজাত পরিচালনা করেন চরক্লার্ক জনতা বাজার ফখরুল ইসলাম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসেন।