নাটর জেলার লালপুরে স্বামীর উপর অভিমান করে গলায় ফাস দিয়ে ফরহানা ইসলাম নুপুর(১৮)নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে,১৬নভেম্বর-২০২২ইং রোজ বুধবার দুপুরের দিক বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে।মৃত ফরহানা ইসলাম নুপুর মোহরকয়া গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে,৩মাস পূর্বে মোহরকয়া গ্রামের নায়েব আলীর ছেলে ইলিয়াস ওবাগাতিপাড়া উপজেলার চিথলিয়া প্রতাপপুর গ্রামে আমিরুল ইসলামের মেয়ে নুপুরের সাথে বিয়ে হয়।কিন্তু বিয়ের পর থেকেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়ে আসছিলো বলে জানা যায়।আজ দুপুরের দিকে স্বামীর উপর অভিমান করে তার ব্যবহৃত ওড়না দিয়ে নিজ ঘরের তারের সাথে গলায় ফাস নেয় ফারহানা ইসলাম নুপুর।বাড়ির লোকজন জানতে পেরে তাৎক্ষণিক উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ থানায় পুলিশ হেফাজতে রয়েছে।এ বিষয় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।