হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২৮ নভেম্বর)সকাল সাড়ে ১০ঘটিকায় সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহীন দেলওয়ার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য প,প কর্মকর্তা ডা: আব্দুস সামাদ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ,নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, ইজাজুর রহমান,দেলোয়ার হোসেন,নোমান হোসেন প্রমুখ।
এছাড়াও কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত,চুরি ও মাদকমুক্ত,উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সনজিৎ সেন পরীক্ষা চলাকালীন সময়ে আইন বহির্ভূত কলেজ ক্যাম্পাস মাঠে গাড়ির ড্রাইভিং শিখা বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বপন রবি দাশ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
মোবাইলঃ০১৭০৩-৫৬৮৮৯৭
তারিখঃ২৮-১১-২০২২ইং