নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
স্বপন রবি দাশ-হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৩০আগস্ট) সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শেখ মহি উদ্দিন।
এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ০১(নবীগঞ্জ-বাহুবল)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহনওয়াজ(মিলাদ গাজী)এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলক চৌধুরী সেলিম,উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,নবীগঞ্জ উপজেলা সরকারী কমিশনার(ভূমি) উত্তম কুমার দাশ,নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: ডালিম আহমেদ, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক অঞ্জন রায়,উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুল হক মুকুল,সাধারণ সম্পাদক খালেদুর রহমান খালেদ,সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন ও প্রমুখ।
বক্তাগণ আইন শৃঙ্খলার সভায় বর্তমান পরিস্থিতি জোরদার, কিশোর গ্যাং,মাদক ও যানজট নিরসন, বিরুদ্ধে ব্যবস্থা প্রতিরোধের উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
এমপি মিলাদ গাজী বলেন,আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে।যানযট,মাদক,চুরি,সন্ত্রাস নিরসনে সমাজ উন্নয়নে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে।বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুঃখি মানুষের মুখে হাসি ফোঁটানো।আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন তারই কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন।