মহানবীকে (সা.)নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার মামলায় টিটু রায়ের ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।মঙ্গলবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড.মো.আবদুল মজিদ এ রায় দেন।একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।রায় ঘোষণার সময় অভিযুক্ত টিটু রায় আদালতে উপস্থিত ছিলেন।বিষয়টি নিশ্চিত করে রাস্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি(পিপি)রুহুল আমিন তালুকদার বলেন,আমরা এ রায়ে সন্তুষ্ট।অপরদিকে,আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার রায় বলেন,আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।মামলা ও আদালত সূত্রে জানা যায়,মহানবীকে(সা.)নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে ২০১৭ সালের ৬ নভেম্বর সদর উপজেলার ঠাকুরপাড়ার মৃত খগেন রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি দোকানি রাজু মিয়া গঙ্গাচড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।এরপর শুক্রবার(১০ নভেম্বর)জুমার নামাজের পর টিটু রায়ের ফাঁসির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা।পরে কয়েক হাজার মানুষ ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর,অগ্নিসংযোগ ও লুটপাট করে।এনিয়ে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি,গঙ্গাচড়া ও তারাগঞ্জ থানার পুলিশ গিয়ে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাবিবুর রহমান নামের এক যুবক নিহত হন।সহিংসতায় আহত হন পুলিশের সাত সদস্যসহ অন্তত ২৫ জন। হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রংপুর কোতোয়ালি ও গঙ্গাচড়া থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।