রিপোর্টঃ মোঃ মামুন মোল্যা,স্টাফ রিপোর্টার-নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের শিবানন্দপুর গ্রামের বাবু মন্ডলের ছেলে রাজিব মন্ডলের স্ত্রী ও কাগজিপাড়া গ্রামের শাজাহান মোল্লার মেয়ে সোনিয়ার বিয়ে হয় ৯ বছর আগে।তাদের ঘরে রয়েছে সাড়ে ছয় বছরের একটি কন্যা সন্তান।সম্প্রতি স্বামী রাজীব ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পারিবারিক কলহ সৃষ্টি করে সোনিয়া।এক পর্যায়ে উভয় পরিবার শালিস বৈঠকে মিমাংসার উদ্যোগ নিলে শালিসগনের সামনে সোনিয়া সংসার করবেন না বলে তার দেনাপাওনা বুঝিয়ে দিতে বলে।ঠিক তখনই বেরিয়ে আসে থলের বিড়াল।জানা যায়,সদ্য মালয়েশিয়া প্রবাসী নাজমুল নামে এক ব্যক্তির ফেসবুক স্টোরিতে দেখা যায় সোনিয়ার ছবি। সেই ছবির সুত্র ধরে খবর নিয়ে জানা যায়,পার্শবর্তী পাইকমারী গ্রামের ইমান কাজীর ছেলে প্রবাসী নাজমুলের সাথে তার দীর্ঘদিন যাবত পরকীয়া চলছে এবং সেই সুত্রে প্রেমিকের কথায় সোনিয়া স্বামী সন্তান সংসার ছাড়াতে চায়।
আরো জানা গেছে,আগেও বিভিন্ন লোকের সাথে পরকীয়ার অভিযোগ রয়েছে সোনিয়ার বিরুদ্ধে এবং ধরাও পড়েছে যার একটি ছবি সংরক্ষিত আছে।সোনিয়া ধুরন্ধর হওয়ায় সহজ-সরল রাজিব স্বামী হয়েও তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেনি।