ডেস্ক রিপোর্টঃ–নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামের স্হায়ী বাসিন্দা মোঃ উলফাদ শেখ।তিনি পেশায় একজন সাংবাদিক ও ব্যবসায়ী। লোহাগড়া উপজেলা আরজেএফ সাধারন পরিষদ সদস্য,জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি,জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি।জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি নড়াইল জেলা রিপোর্টার।সাংবাদিক মোঃ উলফাদ শেখ জাতীয় প্রেস কাউন্সিল থেকে সনদ গ্রহন করেন।তিনি রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)লোহাগড়া উপজেলা শাখা’র সাধারন পরিষদ সদস্য,২০২১/২২সালে তিনি ঢাকা কেন্দ্রীয় আরজেএফ থেকে লিডারশীপ প্রশিক্ষণ গ্রহন করেন এবং সার্টিফিকেট তুলে দিয়েছেন কেন্দ্রীয় আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুলইসলাম,ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল আমিন শাওন,যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজল সহ আরও অনেকেই।প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম মোঃ উলফাদ শেখ’কে তুলে দিলেন প্রেস কাউন্সিল সনদপত্র।দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ড.খান আসাদুজ্জামান প্রেসকাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম।এস এ টেলিভিশন চ্যানেলের ফয়সাল মাহমুদ সহ আরও অনেকে।