স্টাফ রিপোর্টার-এস আর সাকিল
নওগাঁপোরশায় অদ্য ১৮/১/২৫ রোজ শনিবার নিহত নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাইদুর রহমানের স্মরণে এক বিশাল শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় নিতপুর মডেল মসজিদের পাশে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সাবেক নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী। বিএনপি ও এর অংগ সংগঠনের আয়োজনে এতে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা লায়ন মাসুদ রানা, শাকিল জাভেদ, আজহার আলী, রফিকুল ইসলাম গামা, আব্রাহীম কালু, আব্দুল গণি, শিক্ষকনেতা শরিফুল ইসলাম ও সজিব আলী সহ স্থানীয় বিএনপি ও এর অংগ সংগঠনের তিন শতাধীক নেতা কর্মী। এসময় বক্তব্য রাখেন বি এন পি নেতৃবৃন্দ ও পোরসা ইটভাটা সমিতির সভাপতি আব্রাহাম কালু ও মৃত্যুের বড় এবং সাঃসম্পাদক শরিফুল ইসলাম। বক্তারা বলেন ইউনিয়ন বিএনপি সাঃসম্পাদক মৃত্যু মাইদূর রহমান একজন সৎ ও ন্যায় নিষ্ঠাবান মানুষ ছিলেন। তিনি এলাকায় সব সময় দলমত নির্বিশেষে সবাই কে সন্মান দিয়ে চলতেন।আমরা তার হত্যা কারিদের অনতিবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি চাই। বক্তব্য শেষে তার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।