নওগাঁর নিয়ামতপুরে মিথ্যা মামলা, হামলা ও প্রাণনাশের হুমকি’র অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নওগাঁর জেলার নিয়ামতপুর উপজেলার মুন্দিখোর গ্রামের আনিসুর রহমান, পিতা (মৃত) মমতাজ আলি ।
শনিবার সকাল ১১ টায় নিয়ামতপুর উপজেলার মুন্দিখৈর গ্রামের আনিসুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুর রহমান বলেন, গত ২৪ নভেম্বর সকালে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যখন বাজার থেকে আমি আসছিলাম তখন অতর্কিত হামলা চালায় নওগাঁর জেলার নিয়ামতপুর উপজেলার মুন্দিখোর গ্রামের মোঃএসাহাক আলী পিতা (মৃত) আঃরশিদসহ ৫/৬ জন হামলাকারি। কিন্তু আমার ভাগ্য ভালো যে আমার স্বজনেরা তখন সেখানে ছিলো যার জন্য প্রাণে বেঁচে যায়,কিন্তু গুরুতর আহত হয় বেশ কয়েক জন।
আমাকে প্রাণে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করে আসছে অথচ তারই একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক প্রতিপক্ষ ঘৃন্য ষড়যন্ত্র করে আমাকে মিথ্যা মামলার আসামী করে গ্রেফতার করার পাঁয়তারা করছে ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আনিসুর রহমান আরও বলেন স্বৈরাচারী সরকারের রাজনৈতিক একটি কুচক্রী মহল আমার নামে চক্রান্ত করছে, মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছে ।
এছাড়া বর্তমানে তারা আমাকে মেরেফেলার হুমকি ধামকি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করার হুমকি দিয়ে যাচ্ছে ।তাই আমি সংবাদ সম্মেলন এর মাধ্যমে প্রশাসনের কাছে সাহায্য কামনা করছি, যাতে করে আমিও আমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাই।
ঐ দিনেই ২৪/১১/২৪ ইংরেজী তারিখে থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।
নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ বলেন, তদন্ত করে ব্যবস্থা নিব।