“দুরান্ত টিভি২৪ ডটকম”এর পক্ষ হতে নড়াইল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস’কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে “দুরান্ত টিভি”
নড়াইল জেলাবাসী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনারস প্রতীক বিজয়ের মাধ্যমে উপহার দিয়েছেন।এটাই নড়াইল বাসীর সবচেয়ে বড় প্রাপ্তি।
১৭অক্টোবর-২০২২ইং সোমবার সকাল থেকে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান শুরু হয়,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া মনোনীত প্রার্থী নড়াইল জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস’কে মনোনিত করেন।নিয়ম অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্র সুস্থভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।ভোট কেন্দ্রে কোন প্রকারের দূর্নীতি,কারচুপি ছাড়াই দলীয় প্রার্থীকে ভোট প্রদান করেন।কোন কেন্দ্রে সহিংসতা দেখা যায় নাই।প্রশাসনের কড়া নজরদারী মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।প্রশাসন টহলসহ কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন সততা ও নিষ্ঠার সাথে।
নড়াইল সদর উপজেলায় আনরস প্রতীক ১২১ভোট পেয়ে ১ম স্হান,লোহাগড়া উপজেলায় অন্য দুজন প্রার্থী নিজ এলাকা সত্বেও সেখানে ভোট পেয়েছেন ৭৪ভোট এবং কালিয়া উপজেলা ভোট পেয়েছেন ৯১ সর্বমোট ২৮৬ ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন।
এই বিজয় নড়াইলবাসীর পক্ষ হতে জননেত্রী শেখ হাসিনার প্রতি “দুরান্ত টিভি ২৪ ডটকম”এর পক্ষ হতে অভিনন্দন ও শুভকামনা।
নবনির্বাচিত নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস”কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে নিউজ পোর্টাল”দুরান্ত টিভি ২৪ ডটকম”
নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবকে অভিনন্দন জানিয়েছেন-“দুরান্ত টিভি ২৪ ডটকম”
প্রধান উপদেষ্টা সম্পাদক মোঃ সাজ্জাদ আলম খান সজল।
সম্পাদক ও প্রকাশক মোঃ এনামুল হক