নড়াইল জেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব,দুরান্ত টিভি(আইপি টেলিভিশন)প্রধান উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ সাজ্জাদ আলম খান সজল,দুরান্ত টিভি(আইপি টেলিভিশন’র)আইন বিষয়ক সম্পাদক অ্যাড.মোঃ রাকিব হাসান-আজ ১৫মে-২০২৩ইং রোজ সোমবার বিকাল ৫টার সময় আরজেএফ অফিসে দুরান্ত টিভি’র বার্তা সম্পাদক সোহানা পারভীন জনি’কে প্রেসকার্ডটি তুলে দিলেন।এসময় উপস্থিত ছিলেন দুরান্ত টিভি(আইপি টেলিভিশন)সম্পাদক ও প্রকাশক ডা.মোঃ এনামুল হক।দুরান্ত টিভি’র সম্পাদক বলেন-দুরান্ত টিভি’র সাথে যে সকল প্রতিনিধিগন সম্পৃক্ত আছেন সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।সাংবাদিকতা একটি মহান পেশা,সম্মানজনক পেশা।সাংবাদিকতার সম্মান বজায় রাখার চেষ্টা করতে হবে।সেই সাথে নিয়মঅনুযায়ী পথ চলতে হবে।সঠিক নিউজ কালেকশান করতে হবে।নির্ভূল ও সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করতে হবে।এটাই প্রত্যাশা করেন এবং সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানান।