রিপোর্টারঃ–পটুয়াখালী প্রতিনিধি-আজ সকাল বিকাল ৫টায় আমার বাংলাদেশ(এবি)পার্টি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলার উত্তর পাংগাশিয়া গ্রামের রাধা গোবিন্দ জোর মন্দির এ উপস্থিত হয়ে এলাকার সনাতনধর্মী লোকদের সাথে মতবিনিময় করেন।এ মন্দিরের সেবাইত মেঘনাদ চন্দ্র হাওলাদার সহ এলাকার অনেক সনাতনধর্মী লোকজন উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে বলেন আমরা কোন ভয় ভীতিকর পরিবেশ আছে বলে মনেকরিনা,আমরা গ্রামের সকল ধর্মের লোকজন ভ্রাতিত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বছরের পর বছর বসবাস করে আসছি।
এসময় উপস্থিত ছিলেন এবিপার্টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য,পটুয়াখালী জেলা শাখার সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন,কেন্দ্রীয় সদস্য কাওছার আকন, দুমকি উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান মনির,যুগ্ম সাধারন সম্পাদক আবু হানিফ জয় প্রমুখ।