১৫ ই ফেব্রুয়ারি-২০২৩ইং রোজ বুধবার দুপুর ২ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ও গোপন সংবাদের ভিত্তিতে ওসি সুমন কুমার মন্তর নির্দেশনায় বিরামপুরে প্রকাশ্যে দিবালোকে জুয়া খেলার অপরাধে ৬ জনকে হাতেনাতে আটক করে।এসময়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার মহোদয়কে খবর দিলে,তিনি ঘটনাস্থলে এসে ৬জনকে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন, আসামিরা হলেন,মোঃ আশরাফ আলী(৬৫)পিতা- মৃত আফতাব উদ্দিন,সাং-শান্তিনগর এর ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।মোঃ মজির উদ্দিন(৬২) , পিতা- মৃত আঃ আলিম,গ্রাম- বিরামপুর এর ০১(এক)মাসের বিনাশ্রম কারাদণ্ড।শ্রী মহাদেব(৫০) পিতা-শ্রী গণেশ,সাং- চরকাই এর ০৭(সাত)দিনের বিনাশ্রম কারাদণ্ড।নুরুজ্জামান(৪৫)পিতা- মৃত- ইব্রাহীম,সাং-চকপাড়া(কল্যাণপুর)এর ২০(বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড।মোঃ মানিক মিয়া(৪৫),পিতা-মৃত-আঃ রহমান,সাং-বামনাহার এর ০৩(তিন)দিনের বিনাশ্রম কারাদণ্ড।
মোঃ মোস্তাফিজুর(৫৩),পিতা-মৃত-আবিছর রহমান, সাং-চকপাড়া এর ০৩(তিন)মাসের বিনাশ্রম কারাদণ্ড।সকলের থানা-বিরামপুর,জেলা- দিনাজপুরমোবাইল কোর্ট মামলা নং-৭৮/২০২৩ এর ০১(এক)থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে,সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।অভিযান চলমান রয়েছে।