নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান বাল্লোক কে গ্রেফতার করেছে আজ ৯ডিসেম্বর-২০২২ইং রোজ শক্রবার দুপুর ১ঃ৫০মিনিটের সময়।গ্রেফতার করেছেন লোহাগড়া থানার অফিসার এসআই মামুন,এসআই মাজারুল ইসলাম।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দিঘলিয়া ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দগন বিনাকারনে হাফিজুর রহমান বাল্লোককে গ্রেপ্তারের জন্য তীব্র নিন্দা জানিয়েছে,সেইসাথে তাকে নিঃশ্বর্তে মুক্তির দাবি জানান।
এছাড়া নড়াইল ও লোহাগড়া বিএনপির পক্ষ হতে দলের বিভিন্ন নেতা কর্মীগন এ বিষয়ের উপর দুঃখ প্রকাশ করেছেন।দলের নেতাকর্মীদের কথা একজন নিরঅপরাধ ব্যক্তি ও একজন প্রবীণনেতা বিএনপি একান্ত রাজনৈতিক নেতা দিঘলিয়া ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতা,রাজপথে নেতা-সভাপতি হাফিজুর রহমান বাল্লোককে কেন পুলিশ গ্রেফতার করলেন?কেন মামলা ছাড়া গ্রেফতার করলেন?দলের নেতাদের প্রশ্ন?
মোঃ নজরুল ইসলাম বলেন আমাদের দিঘলিয়া ইউনিয়নে কোন প্রকার সহিংসতা ঘটে নাই,হামলা মামলা কিছুই হয় নাই রাজনৈতিক কোন কন্দোল নাই,তারপরও কেন গ্রেফতার হয়েছে জানতে চাই?এসব নোংরা রাজনৈতিক আর অরাজকতার কোন ভিত্তি নাই,অপরাধ ছাড়াই গ্রেফতার করতে পারে না,দলীয় ও সাধারন জনমতের ধারনা গ্রেফতার করতে গেলে একটি কারন থাকতে হয় কিন্তু কারন ছাড়া বর্তমান কেন গ্রেফতার করছে পুলিশ।
সূত্রে এখনও জানা যায় নাই কেন হাফিজুর রহমানকে গ্রেফতার করলেন।বিস্তারিত নিউজের জন্য অপেক্ষামান