রিপোর্টারঃ মাহমুদ হাসান মাসুদ,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি–আসন্ন জাতীয় সংসদ নির্বাচন -২০২৪ উপলক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মত বিনিময় সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃনমুল ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠন-কে অধিকতর সু-সংগঠিত করার পরিকল্পনা প্রনয়ন করে বাস্তবায়ন করার আশা ব্যক্ত করেন।
মঙ্গলবার ০৪ জুলাই ২০২৩ ইংরেজী তিতাগ্রাম প্রাইমারী স্কুল কক্ষে বিকেল ৫ টায় শুরু হয়ে সন্ধ্যায় এ মত বিনিময় সভা শেষ হয়।উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওছার মোল্যা বাবু, সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রুবেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খ.ম সিরাজুল হক।
সভায় উপস্থিত বক্তব্য রাখেন, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সদস্য আজিজ শরীফ,কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সদস্য সাধন কুমার খান, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি দেলোয়ার হোসেন দুলাল,পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ -সভাপতি মইনুল হোসেন,
পারুলিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ খান, সাজাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: বিপ্লব হোসেন,পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন খন্দকার সহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকগন ।