1. ezequielsreyes@gmail.com : admin :
  2. durantotv28@gmail.com : Deb Prosad : Deb Prosad
  3. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পূওর(ডরপ)এর ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। - দুরান্ত টিভি
February 7, 2025, 1:41 am
শিরোনাম :
নওগাঁর নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুষ্ঠু ভোটের অঙ্গীকার নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন- বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ নওগাঁর নিয়ামতপুরে এসিল্যান্ডের এর বাসা লক্ষ্য করে গুলি নওগাঁয় জাহিদুল হত্যা ঘটনায় গ্রেফতার-৩ নিয়ামতপুরে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত  নওগাঁ মান্দায় গন শুনানী করে উপজেলা প্রশাসন ভূমি,অবৈধ উচ্ছেদ ও বৈধ প্রতিষ্ঠিত করা বগুড়ায় সেনা অভিযানে ভুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার করেছে র‍্যাব নওগাঁ পোরশায় নিহত বিএনপি নেতা মাইদুরের স্মরণে শোক সভা অনুষ্ঠিতl নওগাঁর নিয়ামতপুর গুজিশহর বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ছালেক চৌধুরী নওগাঁর নিয়ামতপুরে বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম এর বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পূওর(ডরপ)এর ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি
  • সময়: Sunday, September 25, 2022,
  • 186 Time View

আজ ২৫ সেপ্টেম্বর, ২০২২ বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পূওর (ডরপ)এর ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।১৯৮৭ সালে থেকে সংস্থাটি সরকারের পাশাপাশি বাংলাদেশের সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের বিশেষ করে নারী,পুরুষ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন টেকসই উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

সংস্থা’র অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক মোঃ হায়দার আলী খানের সঞ্চালনায় ডরপ এর ৩৬বছরের সাফল্য ও অর্জন বিষয়ে ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনাব মোহাম্মদ যোবায়ের হাসান,উপ-নির্বাহী পরিচালক-ডরপ।

জনাব মোঃ আজহার আলী তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানটির যাত্রা ও পথচলা বিষয়ে স্মৃতিচারণ করেন ডরপ এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক জনাব এ এইচ এম নোমান।জনাব নোমান উল্লেখ করেন,“ডরপ আজ যে অবস্থানে উন্নিত হয়েছে তার পিছনে অনেকের অবদান।প্রতিষ্ঠাকালীন সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য এবং আমাদের একনিষ্ঠ সহকর্মীদের পরিশ্রমের ফসল আজকের ডরপ।আমরা কৃতজ্ঞ চিত্তে তাই আমাদের সকল অংশীদারকে স্মরণ করছি।”

তিনি আরও বলেন,“ডরপ এর নিজস্ব কিছু দর্শন আছে। ডরপ ধ্বংস থেকে সৃষ্টি মতাদর্শে বিশ্বাসী।সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিই আমাদের সৃষ্টি সুখের উল্লাস।“উন্নয়ন হোক মানুষ কেন্দ্রিক”ভাবনাকে লালন করে মাতৃত্বকালীন ভাতা; “শুনতে হবে তাদের কথা যাদের কথা হয়নি শোনা”; বাজেটে জনগণের হিস্যা কই!এবং “উন্নয়নে কাউকে বাদ দিয়ে নয়” এই মূলমন্ত্রগুলোর জন্যই ডরপ স্বতন্ত্র বৈশিষ্ট্যে স্ব-মহিমায় ভাস্বর।এ দর্শনগুলো আমাদের সকল কর্মীদের সব সময় লালন করতে হবে।”

উল্লেখ্য,উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডরপ এর সহ-সভাপতি ডাঃ রাজিয়া বেগম, উপদেষ্টা পরিষদ সদস্য মোঃ নূরুল আমিন,ডঃ আবু জামিল ফয়সাল,ডঃ হামিদুল হক,সাংবাদিকবৃন্দ,বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ডরপ এর সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x