নিউজ ডেক্স রিপোর্টঃ
খুলনা জেলার নগরীর টুটপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা শামসুন্নাহার নামে এক নারীকে মারপিঠের অভিযোগ উঠেছে।তিনি ২৪ টুটপাড়া মেইন রোড, খুলনার মৃত শেখ ইয়াকুব আলীর বড় মেয়ে।
এ বিষয়ে তিনি খুলনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন যাহার অভিযোগ নাম্বার-৩৩২৩ অভিযোগ পত্রে জানা যায় ২৪অক্টোবর,২০২২ সোমবার সন্ধ্যায় ঘূনিঝড় সিত্রাং এর ফলে অতিরিক্ত বৃষ্টির কারনে ঘরের ভিতর পানি ঢুকতে থাকে।শামসুন্নাহার বাড়ীর সামনের ড্রেনের মাটি এনে তাঁর বসতভিটার দরজার সামনে পানি যাতে ঢুকতে না পারে এই জন্য মাটি দিয়ে ঘিরে দেয়।
২৫ অক্টোবর-২০২২ইং রোজ মঙ্গলবার বিকাল অনুমানিক ৫ টার সময় সেই মাটি দরজার সামনে থেকে পরিষ্কার করতে গেলে পাশের ঘরে থাকা মৃত নূর মোহাম্মদ শেখ এর মেয়ে রওশন আরা খাতুন, মনিরা বেগম বেবি ও তার ছেলে আকবর আলী শেখ এবং মৃত নূর মোহাম্মদ শেখের জামাতা আব্দুল মান্নান সাং-২৪/১ টুটপাড়া মেইন রোড খুলনা।উল্লেখিত ব্যক্তিগন শামসুন্নাহারের উপর দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালিয়ে শামসুন্নাহারকে আহত করে।অকথ্য ভাষা ব্যবহার করে এবং শামসুন্নাহারের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্নের চেইন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
শামসুন্নাহার ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের পরবর্তীতে বিভিন্ন মামলা দিয়ে হয়রানীসহ হত্যার হুমকি প্রদান করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্ত একজন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
লিখিতভাবে খুলনা থানাতে অভিযোগপত্র জমা করেন।অভিযোগপত্র সংযুক্ত করা হল।
শামসুন্নাহার সাথে কথা বলে জানা গেছে-যাদের নামে অভিযোগ করেছিলেন সে সকল ব্যক্তিগন থানাতে যেয়ে মিমাংশ করেছে তবে অভিযোগে লিখিত ছিল এক ভরি ওজনের স্বর্নের চেইন জোরপূর্বক করে নিয়েছিল,তবে ক্রয় করার মেমো না থাকার কারনে ফেরত বলে গন্য নয়।তবে মিমাংশা হওয়ার কারনে শামসুন্নাহার এর কোন অভিযোগ নাই।