টাঙ্গাইলে ভিজিএফের ৩০বস্তা চাউল নিলামে বিক্রির সিদ্ধান্ত।
টাঙ্গাইলের মধুপুরে জব্দ করা ভিজিএফের ৩০বস্তা চাউল নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।আজ বুধবার দুপুরে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা এলাকায় মালিক বিহীন ৩০বস্তা চাউল জব্দ করেন।
সূত্রে জানা যায়,আলোকদিয়া ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর তালিকাভুক্ত দরিদ্র অসহায় মানুষদের মাঝে ৩০কেজি করে চাউল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।বুধবার কয়েকজন ব্যক্তি দুই ভ্যান ভর্তি ৩০বস্তা চাউল ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।তারা অভিযোগ তোলেন ভিজিএফের চাউল বিক্রি হচ্ছে।পরিষদের লোকজন দুইটি ভ্যান থেকে চাউলের বস্তাগুলো নামিয়ে রাখেন।আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম জানান চাউল কালোবাজারির সুযোগ নেই। কার্ডধারীরা স্বাক্ষর দিয়ে ৩০কেজি করে চাউল তুলে নিয়ে যাচ্ছেন।প্রতি বস্তায় ৩০কেজি চাউল থাকে।চাউল গ্রহীতারা চাউল বিক্রি করে দিতে পারেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক বলেন,আমাদের পরিষদ থেকে সুষ্ঠুভাবে চাউল বিতরণ হচ্ছে।কোন প্রকার অনিয়ম বা কালোবাজারি হচ্ছে না।কালোবাজারি হলে আমি নিজেই জনতার হাতে ধরা খাবো কারণ প্রতি মাসের যে কোন দিন কার্ডধারী এসে তার চাউল দাবী করতে পারে।তখন চাউল কোন জায়গার থেকে এনে দিবো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন বলেন,ঘটনাস্থলে গিয়েছিলাম।ইউনিয়ন পরিষদে মালিক বিহীন ৩০বস্তা চাল পেয়ে জব্দ করেছি।চাউলগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হবে।