নিজস্ব সংবাদদাতাঃ
টাঙ্গাইল জেলা বেসরকারি বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়ন মধুপুর শাখা কর্তৃক মৃত সদস্যদে’র অসহায় পরিবারকে মরনোত্তর ভাতা প্রদান করে।
২২অক্টোবর-২০২২ইং রোজ শনিবার সন্ধ্যায় মধুপুর ময়মনসিংহ রোডে জব্বার প্লাজায় সংগঠন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মৃত সদস্যদের পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা পৌর মেয়র ছিদ্দিক হোসেন খান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃত সদস্যের পরিবারদের মাঝে চেক প্রদান করে।মৃত চার সদস্যের প্রত্যেককে ২০হাজার টাকা করে মরণোত্তর ভাতা প্রদান করে।
সংগঠনের সভাপতি খঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সাধারন সম্পাদক নূরন্নবী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সাবেক সাধারন সম্পাদক শ্রী সজল সাহা,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবুলসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ সকল সদস্যগন উপস্থিত ছিলেন।