ঝালকাঠিতে রাজাপুর উপজেলায় যুব ও ক্রীড়া সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠান।ঝালকাঠির রাজাপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় রাজাপুর উপজেলায় সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় রাজাপুর উপজেলা পরিষদ পুকুরে প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মনিরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান,উপজেলা সেচ্ছাসেবকলীগ’র যুগ্ম আহবায়ক মো.নাসির উদ্দিন মৃধা,মো.জামাল হোসেন মৃধা,মো.ইউসুফ মৃধা,মো.খলিলুর রহমান,দেবাশীষ ঘরামি দেবু প্রমুখ।
অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসার ৪৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।ছেলেদের দুইটি এবং মেয়েদের একটি গ্রুপে ভাগ করা হয়।প্রত্যেক গ্রুপের বুক ও চিত সাঁতারের আয়োজন করে আয়োজক কর্তৃপক্ষ।
আবু সায়েম আকন-ঝালকাঠি জেলা প্রতিনিধি।