1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
July 15, 2025, 9:07 pm
শিরোনাম :
নড়াইলের দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদল ৫১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুরের নাজিরপুরে সরকারি কর্মচারি ক্লাব ও পাঠাগারের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান পাবনায় ডিবির বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজন গ্রেফতার ভারতের কেন্দ্রীয় সরকার জোরপূর্বক বাংলাদেশে বাঙালি পুশইন আগ্রাসন চালাচ্ছেন। মাদ্রাসার জায়গা অবৈধ্য দখল মুক্ত করতে স্থানীয়দের সহযোগীতা চাইলেন অধ্যক্ষ। নড়াইলে গৃহবধূর মরা দেহ উদ্ধার নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়ন বিএনপির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি পিরোজপুর জেলার ঈদ পুর্নমিলনী আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা

ঝালকাঠিতে প্যান্ট পরে যুবদল নেতার বাড়ি প্রবেশের অপরাধে বাড়িছাড়া করেছে একটি পরিবারকে।

আবু সায়েম আকন-ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • সময়: Monday, November 7, 2022,
  • 89 Time View

ঝালকাঠির রাজাপুরে যুবদল নেতার প্যান্ট পরে প্রবেশ করার অপরাধে তাণ্ডব চালিয়ে একটি পরিবারকে এলাকা ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে। গত ৯ দিন থেকে ওই পরিবারটি এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় অজ্ঞাত কারণে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে এলাকাবাসীর ধারনা।

উপজেলার গালুয়া ইউনিয়নের নাইয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।যুবদল নেতা মো.মনির হোসেন মোল্লা ঐ এলাকায় মৃত সুলতান মোল্লার ছেলে ও উপজেলার গালুয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

সরেজমিনে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় নারী-পুরুষ মনির মোল্লার বিরুদ্ধে এলাকায় মেয়েদের উত্ত্যক্তসহ চাঁদাবাজির অভিযোগ করেন। তারা আরো জানায় স্থানীয় জেলেরা নিয়মিত মাছসহ চাঁদা না দিলে হয়রানি সহ এলাকা ছাড়া করতে মনির মোল্লা বাহিনী নিয়ে তার পিছে লেগে যায়।

স্থানীয়সহ ভুক্তভোগী পরিবারটি থেকে জানাগেছে, মৃত চান্দে আলী খলিফার ছেলে মো.সোহরাব হোসেন খলিফা একজন পল্লীচিকিৎসক।একমাস পূর্বে সোহরাব খলিফা স্থানীয় যুবদল নেতা মনির মোল্লার পাশের ঘরে অসুস্থ এক রোগীকে ইনজেকশন দিতে যায়।ইনজেকশন দিয়ে বের হওয়ার সময় মনির মোল্লা সোহরাবের পথ আগলে জিজ্ঞেস করে তোর বাপ মাছ বিক্রি করতো তুই কেন আমার বাড়িতে প্যান্ট পরে প্রবেশ করছিস? পরে মনির সোহবারকে চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেয়। সোহরাব বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যাক্তিকে জানায়।মনির মোল্লা আরো ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র রামদা নিয়ে তার দুই ভাগিনা কোমর উদ্দিন,নেসার উদ্দিন সহ তার বাহিনী নিয়ে ২৯ অক্টোবর সকালে সোহরাব ও তার ছোট ভাই সোহাগ খলিফার ওপর হামলার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।পরে মনির তার বাহিনী নিয়ে সোহবারের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ও ঘরের মালামাল ভাংচুর করে।এ সময় সোহরাবের স্ত্রী শান্তা ভাংচুরে বাধা দিলে তার শ্লীলতাহানীসহ তাকে মারধর করে। এরপর থেকে মনির মোল্লার ভয়ে সোহরাবসহ তার স্ত্রী,ছোট ভাই সোহাগ ও তার স্ত্রী এবং ছেলে-মেয়েরা পলাতক রয়েছে। মনির মেল্লার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না।ভুক্তভোগী পরিবারটি ৯৯৯ এ ফোন দিলে এলাকায় পুলিশ এসে অভিযুক্ত মনির মোল্লার সাথে কথা বলে চলে যায়।তবে মনির মোল্লা কি বলে তাদের ম্যানেজ করে তা বলতে পারেনা স্থানীয়রা।পরে তারা চলে যায়।সোহরাবসহ তার পরিবার কোনদিন এলাকায় আসতে পারবে না, আসলে মনির মোল্লা তাদের মেরে ফেলবে বলেও স্থানীয়রা জানায়।

ভুক্তভোগী সোহরাবের মা জানায়, গত দুই বছর আগে মনির মোল্লা আমার ছোট মেয়েকে ঘর থেকে রাতে তুলে নিতে টানাহেচরা করায় ঐ রাতেই মেয়ে নিয়ে এলাকা থেকে পালিয়ে গিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দেই।এখন আবার আমার ছেলে-স্ত্রীসহ তাদের ছেলে-মেয়েদের এলাকা ছাড়া করেছে।তারা কি আর বাড়িতে আসতে পারবে না? আমার জমিটুকু কেউ কিনে নেউক আমি সবাইকে অন্যত্র চলে যাব।

এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা মো. মনির হোসেন মোল্লা জানায়,সোহরাব ও তার ছোট ভাই এলাকায় রেকটিফাইড বিক্রয় করায় সোহরাবকে মাত্র দুইটা চড়থাপ্পড় দিয়েছি।ওর বাড়িতে সব সময়ই নেশাখোরদেত আড্ডা থাকে।এলাকার যুব সমাজকে ও ধ্বংস করে ফেলছে। এখন আমার বিরুদ্ধে যেসব কথা বলে সব মিথ্যা রটাচ্ছে আমাকে সামাজিক এবং রাজনৈতিক ভাবে হেও করার জন্য।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন,এলাকা ছাড়া কিনা তা জানিনা,তবে জমিজমা নিয়ে জামেলা রয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host