ঝালকাঠির রাজাপুরে “মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ৭থেকে ১৩ জুন ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ৭ জুন সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আয়োজন করেন।রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো.মনিরউজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু,উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তমাল হালদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মো. জালাল আহমেদ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ ফারহান তানভির তানু।