কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে আবারো একটি অজগর সাপ অবমুক্ত করেছে বনবিভাগ। শনিবার(৩ডিসেম্বর)দুপুরে ১৫ফুট ৩ইঞ্চি দৈর্ঘ্যের অজগরটি অবমুক্ত করা হয়।অজগরটির ওজন প্রায় ১৭কেজি হবে বলে জানিয়েছে,বনবিভাগ।বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গতকাল শুক্রবার কাপ্তাই লেকে জেলেরা মাছ ধরতে গিয়ে জালে অজগর সাপটি ধরা পড়ে।খবর পেয়ে কাপ্তাই বনবিভাগের সদস্যরা অজগরটি উদ্ধার করে নিয়ে আসে।এদিকে আজ(শনিবার)দুপুরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বনবিভাগের কর্মীরা অজগরটি জাল মুক্ত করে প্রাথমিক চিকিৎসা শেষে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করেছে।
প্রসঙ্গত,বনবিভাগের উদ্ধারকৃত বেশ কয়েকটি অজগরসাপ সহ বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।