রিপোর্টারের নামঃ এস এম সাঈমুজ্জামান সাঈম
জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৩ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।১৬অক্টোবর রবিবার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া বাজারে দক্ষিণে কড়িয়া কদমতলী রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটককৃত, উপজেলার নাকুড়গাছী গ্রামের সেকেন্দার আলীর জামাই মোঃ জনি সরকার(২৭) ও পশ্চিম কড়িয়া গ্রামের ওবাইদুল হকের ছেলে ডীস অপারেটর মোঃ সাবু মন্ডল(২৮)সুত্রে জানা যায়,জেলায় নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালিন সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের অন্তর্গত কড়িয়া গ্রামের জনৈক মোঃ রহিমের বসত বাড়ীর সামনে কড়িয়া কদমতলী পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২৩বোতলসহ তাদেরকে আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি)ওসি শাহেদ আল মামুন জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে।