জিআরএস এর মাধ্যমে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ভোলায় জিআরএস প্রচারনা ফোরামের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা জিআরএস প্রচারনা কমিটির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস। জিআরএস বিষয়ে মুল আলোচনা করেন কোস্ট ফাউন্ডেশনের ফোকাল পার্সন মোঃ আবুল হাসান।জিআরএস প্রচারনা ফোরামের সাধারন সম্পাদক হারুনর রশীদ শিমুলের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের জি আর এস প্রকল্পের কমিটির সহ সভাপতি মোকাম্মেল হক মিলন,কোস্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান, সদস্য মোঃ মইনুল এহসান,রেডিও মেঘনা সংবাদ কর্মী মৌসুমী ও নিশি,সুফিয়া বেগম,সৌরভ ঘোষ, সমাজ কর্মী সৈয়দ নজরুল ইসলাম এবং নাজনীন আক্তার সহ প্রমুখ
এসময় সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থা জিআরএস সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন,কেউ যদি অভিযোগ না শুনে,অভিযোগ শুনবে জিআরএস এই প্রতিবাদ্য নিয়ে জিআরএস তৈরি।জিআরএস এর মাধ্যমে প্রায়,বিনা খরচে বিভিন্ন অভিযোগের প্রতিকার পাওয়া যায়। যদিও জনসাধারণ এই বিষয়ে একেবারে ধারনাহীন।তাই জিআরএস এর সুবিধা প্রচারনার জন্য জিআরএস প্রচারনা কমিটি জনসাধারণের মাঝে প্রচরনা করে যাচ্ছে।