চৌফলদন্ডীর সাদ্দাম হোসাইন এরফান কবির ও মামা সায়েম মিলে গড়ে তুলেছে ইয়াবার নিরব সিন্ডিকেট।
কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের সাদ্দাম হোসাইন এবং তাঁর ভাই এরফান কবির,তাদের মামা সায়েম মিলে গড়ে তুলেছে ইয়াবার সাম্রাজ্যের নিরব সিন্ডিকেট। চৌফলদন্ডী-ঈদ গাঁ,ঈদ গড় কেন্দ্রীক এই সিন্ডিকেট এর মূল গডফাদার হচ্ছে সাদ্দাম হোসেন বলে জানা যায়।কক্সবাজার সদর মডেল থানা’র জি মামলা নং ৪১৯/২০২২ইংরেজী মাদক মামলার পলাতক আসামী। আর তাঁর অবর্তমানে ছোট ভাই এরফান কবির এবং মামা সায়েম মিলে মাদকের বাজার নিয়ন্ত্রনসহ,টাকা পয়সা লেনদেন নিয়ন্ত্রণ করছে।
২০১৮ সালের দিকে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযান হতে সাদ্দাম হোসেন পালিয়ে বেশ শান-শওকতে জীবন যাপন করলেও এবারে বিধিবাম হয়েছে।জি আর ৪১৯/২০২২ ইংরেজী মামলার ১নং আসামী সেজু ১৬৪ধারার জবানবন্দী দিয়ে অকপটে বলে দিয়েছে সাদ্দামের যাবতীয় মাদক কারবার এর পরিধি ও নিয়ন্ত্রণ কারা করছে।অনুসন্ধানে আরো জানা গিয়েছে যে এরফান কবির আর সায়েম মিলে বর্তমানে মামলার তদন্তকারী কর্মকর্তাকে ম্যানেজ করার জন্য প্রতিদিন থানা,কোর্টসহ বিভিন্ন নামী দামী রেষ্টুরেন্টে ঘুরঘুর করে থাকে বলে জানা যায় এলাকাবাসীর দাবী,অবিলম্বে সাদ্দাম আর এরফান,সায়েমকে গ্রেপ্তার করা সম্ভব না হলে কক্সবাজার সদরের ঈদগাঁ,ঈদগড়,চৌফলদন্ডীসহ মাদকের ছোবলে অনেক নিরীহ পরিবার হুমকির মুখে পড়বে বলে সচেতন মহলের দাবি।
এমতাবস্থায় উল্লেখিত মরনব্যাধী ইয়াবা সন্ত্রাসদের কাল ছোয়া থেকে সমাজকে মুক্ত করতে প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন সংশ্লিষ্ট এলাকাবাসী