আর মাত্র ২ দিন পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীরা তাদের প্রচারণার মাত্রাটা ঠিক ততোটাই বাড়িয়ে দিচ্ছে। প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এছাড়া নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে চলছে গণসংযোগ,খন্ডখন্ড মিছিল,পথসভা ও জনসভা।
আসছে ১ই ফেব্রুয়ারী ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচোল, গোমাস্তাপুর, ভোলাহাট)
উপনির্বাচন উপলক্ষে নাচোল উপজেলার ৩ নং ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড রাজবাড়ীতে শ্রী ছবিলালের উদ্দ্যগে আওয়ামী লীগের পার্টি অফিসে নৌকার জয় নিশ্চিত উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ৩ নং ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড সভাপতি শ্রী ছবিলাল বর্মন,অবসরপ্রাপ্ত আর্মি জনাব মোঃ সাইiফুল ইসলামসহ স্থানীয় আওয়ামিলীগের নেতৃবৃন্দ।