1. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
  2. durantotv28@gmail.com : anamul Haque : anamul Haque
  3. loggershell443@gmail.com : yanz@123457 :
চরজব্বর ডিগ্রি কলেজের প্রভাষকের বিরুদ্ধে ফেইসবুকে গুজব,প্রতিবাদ জানালেন প্রভাষক। - দুরান্ত টিভি
August 25, 2024, 8:43 am
শিরোনাম :
চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে কর্মবিরোধী পালন করেছে পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিসের নকল নবিশবৃন্দ বগুড়া জেলা জজকে অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ পবিপ্রবিতে বৃষ্টি উপেক্ষা করে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ। রংপুর গংগাচড়ায়  টিম জিয়ন সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) সোহেলকে নিয়ে চোরাকারবারিদের গুজব। বগুড়ায় শেখ হাসিনা-কাদের সহ ১০১জনের নামে হত্যা মামলা বুলেটের গুলির চেয়েও ইন্টারনেটের গুলির শক্তি বেশি ছাত্র-জনতা-ড.মঈন খান রংপুর কারাগারে সংঘর্ষ একজন নিহত তদন্ত কমিটি গঠন সহ ২ কারারক্ষি বরখাস্ত কোটা আন্দোলনে শেরপুরে ২জন শিক্ষার্থী হত্যায় পৃথক পৃথক মামলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা সহ বিশেষ দোয়া অনুষ্ঠান।

চরজব্বর ডিগ্রি কলেজের প্রভাষকের বিরুদ্ধে ফেইসবুকে গুজব,প্রতিবাদ জানালেন প্রভাষক।

আহসান হাবীব-স্টাফ রিপোর্টার।
  • সময়: Wednesday, September 28, 2022,
  • 200 Time View

চরজব্বর ডিগ্রি কলেজের প্রভাষকের বিরুদ্ধে ফেইসবুকে গুজব,প্রতিবাদ জানালেন প্রভাষক।

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক আব্দুর রহিম ফারুক ও তার মামা প্রভাষক বেলাল হোসাইনকে জড়িয়ে সুবর্ণ কলরব নামের একটি ফেইসবুক পেইজ থেকে ২৭সেপ্টেম্বর মঙ্গলবার “চরজব্বর ডিগ্রি কলেজের লেকচারার পদে চাকুরির জন্য ৩লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি চাচ্ছে স্থানীয় সাবেক এক ডিসির পুত্র”শিরোনামে কাল্পনিক তথ্যে পোস্ট করা হয়।

২৮সেপ্টেম্বর(বুধবার)প্রকাশিত পোস্ট ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চরজব্বর ডিগ্রি কলেজের বর্তমান রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক আব্দুর রহিম ফারুক।

প্রভাষক আবদুর রহিম ফারুক জানান,সুবর্ণ কলরব নামে একটি ভুয়া ফেইজবুক পেইজ থেকে আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল,উদ্দেশ্যপ্রনোদিতভাবে,আমার সুনাম নষ্ট করার লক্ষ্যে মিথ্যা,বানোয়াট ফেইজবুক পেইজে স্ট্যাটাস দেয়,আমার বাবা ঢাকা জেলার একজন সাবেক সুনামধন্য জেলা প্রশাসক ছিলেন,সুনামের সাথে তিনি ডিসির দ্বায়িত্ব পালন করে এখন অবসরে আছেন,আমি সম্ভ্রান্ত পরিবারের সদস্য, আমার পরিবারের কেউ কখনো কোন দুর্নীতির সাথে জড়িত ছিলো না,ভবিষ্যতে ও কোন প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দিবো না,আমি এ কাল্পনিক ঘটনার তিব্রনিন্দা ও জোর প্রতিবাদ জানাই।

এসময় তিনি আরো জানান,আমি ২০০৯ সালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তর্ণ হই,(রোল নং ৪০৪১৩৪৮৮) জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক গত ২০১৩সালের ২৩মে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও আমার সংবাদ পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রকাশিত বিজ্ঞপ্তির পর গত ২০১৩সালের ৩০ডিসেম্বরে কলেজ নিয়োগ পত্র শেষে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে গত ২০১৪ সালের ১ফেব্রুয়ারি যোগদান করি।

এছাড়াও ২০১৩সালের ১১নভেম্বরে প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ বোর্ডে ১৯সদস্য বিশিষ্ট একটি কমিটি হয়।ওই কমিটিতে আহ্বায়ক ছিলেন একরামুল করিম চৌধুরী (এমপি)ও সদস্য সচিব সাবেক অধ্যক্ষ মোঃ শাহজান। এবং ২০১৩ সালের ২০মার্চ নিয়োগ অনুমোদন কমিটির ১২জন সদস্যের মধ্যে সভাপতি একরামুল করিম চৌধুরী (এমপি)ও সাধারন সম্পাদক মো.শাহজান ছিলেন।

আমি সুবর্ণ কলরব নামের এই ভূয়া ফেইসবুক পেইজের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।

এবিষয়ে চরজব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন ফরহাদ জানান,আমি গত ২০২১ সালের ডিসেম্বর মাসে অধ্যক্ষ হিসেবে এ কলেজে যোগদান করি।এ বিষয়ে আমার কিছু জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x